ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নজরুল বেঁচে আছেন তরুণদের মধ্যে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মে ২৫, ২০১৮
নজরুল বেঁচে আছেন তরুণদের মধ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উমা কাজী-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তরুণ সমাজে বেঁচে আছেন বলে জানিয়েছেন কবির পুত্রবধূ উমা কাজী। তিনি বলেন, এ দেশ-ভাষা যতদিন থাকবে কবিও ততদিন অমর হয়ে থাকবেন।

শুক্রবার (২৫ মে) কবির ১১৯তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। উমা কাজী জাতীয় কবির ছেলে সব্যসাচী কাজীর স্ত্রী।

 

এসময় উপস্থিত ছিলেন উমা কাজীর দৌহিত্র দুর্জয় কাজী, জয়া কাজী ও দুর্জয় কাজীর স্ত্রী রাখসিনদা।

**জাতীয় কবির সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

উমা কাজী বলেন, কবি নজরুল তরুণদের মধ্যে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। তিনি কবিতা-গানে দেশের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন।  

তিনি বলেন, কবিকে জানতে হলে কবির কবিতাকে জানতে হবে, কবির লেখা পড়তে হবে। বিভিন্ন ভাষায় কবির লেখাকে ছড়িয়ে দিতে হবে।

এসময় দুর্জয় কাজী বলেন, কবির কবিতা, গান তরুণ প্রজন্মের মধ্যে আরও ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্ম কবির সাহিত্যকর্মকে না জানলে তারা কবিকে জানতে পারবে না।

তিনি বলেন, আমরা সরকারের কাছে আবেদন জানায় বিভিন্ন ভাষায় যেন কবির লেখা প্রকাশিত হয়। এটা করা হলে বিশ্ব কবিকে জানবে।

জয়া কাজী বলেন, বিভিন্ন স্তরের শিক্ষা মাধ্যমে নজরুল সম্পর্কে আরও বেশি বেশি পড়াতে হব। কবির দর্শন ছিল সাম্যের, স্বাধীনতার, এটা তাদের জানাতে হবে। কবির লেখার মধ্যে দেশপ্রেম আছে। তাই কবির দর্শনকে চর্চা করতে হবে। অন্যকে জানাতে হবে।  

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মে ২৫, ২০১৮
ইএআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।