ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মে ২৪, ২০১৮
নেত্রকোনায় বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

নেত্রকোনা: নেত্রকোনা সদরের মদনপুর ইউনিয়নের পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয়ের দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। 

বৃহস্পতিবার (২৪ মে) দিনগত রাত ১টার দিকে ইউনিয়নের মনাং এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দুই মাদক ব্যবসায়ী নিহত হন। তাদের নামপরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে ৭০৫ গ্রাম হেরোইন, তিন হাজার পাঁচ পিস ইয়াবা ও দু’টি পাইপগান জব্দ করা হয়েছে।  

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) জলিল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির ও কনস্টেবল ওয়াহিদ আহত হয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এসআরএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।