ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৮
গৌরনদীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বরিশালের গৌরনদী বন্দরে অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও খালেদা নাসরিন বাংলানিউজকে জানান, গৌরনদী বন্দরে অভিযান চালিয়ে পরিবেশবান্ধব পাটের তৈরি বস্তা ব্যবহার না করায় পরিমল ঘোষ, শুসান্ত ঘোষ ও সাইফুল ইসলামের চালের আড়তকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, ফ্রুট জুস ও জেলি রাখার দায়ে ঝালকাঠি শহরের ওয়ার্সি বেকারি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে দুপুর ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কর্মকর্তা সাফিয়া আক্তার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে এ জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ