ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্ত্রী-সন্তান হত্যার দায়ে যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
স্ত্রী-সন্তান হত্যার দায়ে যাবজ্জীবন আদালতে প্রতীকী

ঝালকাঠি: স্ত্রী ও শিশু সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ঝালকাঠিতে কমলকৃষ্ণ শীল নামে এক স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কমলকৃষ্ণ শীল সদর উপজেলার রামপুর গ্রামের অতুল চন্দ্র শীলের ছেলে।



মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে কমল কৃষ্ণ শীল তার স্ত্রী রিতা রানী শীল ও সাত বছরের শিশু কন্যা বৃষ্টি রানী শীলকে গলাকেটে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর কমল কৃষ্ণ শীল ঝালকাঠি থানায় গিয়ে  স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যা করার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন।  

এ ঘটনায় নিহত রিতা রানী শীলের মা প্রিয় রানী শীল বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন।  

২০১১ সালেল ৩১ জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহ আলম হাওলাদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমলের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করাপ হয় বলে জানান আইনজীবী এম আলম খান কামাল।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।