ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বদরগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ২৪, ২০১৮
বদরগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের বদরগঞ্জে খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার রাখার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হকের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ইউএনও রাশেদুল হক বলেন, বিকেলে বদরগঞ্জ শহরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।

এসময় খাদ্যে ভেজাল দেওয়ার অপরাধে বক্সী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা, ভাই ভাই অটো মুড়ির মিলকে ৩ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার রাখার দায়ে মমিন হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুরের এডিশনাল ডিরেক্টর মো. শেখ সাদি, উপজেলা স্যানিটারি অফিসার শহিদুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad