ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নিলেন শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৮
মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নিলেন শেখ হাসিনা

ঢাকা: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ মে) বিকেল সোয়া ৫টার দিকে আব্বাসকে ফোন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

প্রেস উইং জানায়, অসুস্থ মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে ৮২ বছর বয়সী মাহমুদ আব্বাসকে রামাল্লাহর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, তিনি নিউমোনিয়ায় ভুগছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।