ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেপরোয়া বাসের ধাক্কা গাছে, হাত ছিন্ন হয়ে গেলো যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ২৪, ২০১৮
বেপরোয়া বাসের ধাক্কা গাছে, হাত ছিন্ন হয়ে গেলো যুবকের

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে সংঘর্ষ হলে চাপায় পড়ে ডান হাত হারিয়েছেন আনিছুর রহমান (৩৫) নামে এক যাত্রী।

হাত হারানো আনিছুর রহমান পঞ্চগড় জেলা ও উপজেলার কামাতপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২৪ মে) বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নন্দীগ্রাম কুন্দাহাট ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজশাহী থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা আগমনী নামের একটি যাত্রীবাহী বাস রনবাঘা এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে একটি গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাস ও গাছের চাপায় পড়ে যাত্রী আনিছুর রহমান তার ডান হাত হারান। এঘটনায় তমিজ উদ্দিন (৫৫) নামে এক যাত্রী আহত হন।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাড়ির উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল জানান, গাছের চাপায় পড়ে আনিছুর রহমানের পুরো ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ