ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকবিরোধী বিশেষ অভিযানে কিশোরগঞ্জে আটক ৬৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৮
মাদকবিরোধী বিশেষ অভিযানে কিশোরগঞ্জে আটক ৬৭

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মাদক বিক্রেতা ও নিয়মিত মামলার ৫২ জন আসামিসহ ৬৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ মে) বিকেল থেকে বৃহস্পতিবার (২৪ মে) বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানা যায়, গত ২৪ ঘণ্টায় কিশোগঞ্জ মডেল থানা পুলিশ ৬১ পিস ইয়াবাসহ একজন, করিমগঞ্জ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজাসহ একজন, পাকুন্দিয়া থানা পুলিশ ৩৩ পিস ইয়াবাসহ দুজন, কটিয়াদী থানা পুলিশ ২৫৯ পুরিয়া গাঁজাসহ দু’জন, ভৈরব থানা পুলিশ ১২৭ পিস ইয়াবাসহ ৬ জন, নিকলী থানা পুলিশ ১৭ পিস ইয়াবাসহ একজন, ইটনা থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ একজন এবং মিঠামইন থানা পুলিশ ২০ লিটার চোলাইমদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে।

মাদক সংক্রান্ত ১৪টি মামলায় সর্বমোট ১৫ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম এস তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad