ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে ৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মে ২৪, ২০১৮
চুনারুঘাটে ৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার থানা রোডে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা ৪টি স্থাপনা (ব্যবসায়ী প্রতিষ্ঠান) উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ মে) বিকেলের দিকে এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের সহকারী কমিশনার রিগ্যান চাকমা।  

উচ্ছেদ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- রাহী ভেরাইটিজ স্টোর, দুলাল ভেরাইটিজ স্টোর, ফয়সল ভেরাইটিজ স্টোর এবং মফিদুল ইসলামের ফলের দোকান।

সহকারী কমিশনার রিগ্যান চাকমা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলের,  চুনারুঘাটসহ বিভিন্ন স্থানে যানজট নিরসনের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ২৪, ২০১৮
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।