ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মে ২৪, ২০১৮
লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) সকাল ১১টায় রামগতি উপজেলার চরগাজিতে রিয়াজ উদ্দিন নামে এক জেলের ব্রজপাতে মৃত্যু হয়। রিয়াজ চরগাজী গ্রামের শাহ আলমের ছেলে।

দুপুরে বড়খেরী এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার নিচে চাপা পড়ে মাদ্রাসা ছাত্র আবির হোসেনের (১০) মৃত্যু হয়। আবির বড়খেলী ইউনিয়নের মঞ্জুর হোসের ছেলে।  

এর আগে সকালে একই গ্রাম থেকে বৃদ্ধ সিরাজ উদ্দিনের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সকালে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে দুলাল হোসেন নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুলাল ওই গ্রামের রুহুল আমিন আমিনের ছেলে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ও রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিছুল হক পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এসআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।