ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মে ২৪, ২০১৮
ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু নিহত তিন বিদ্যুৎ শ্রমিকের মরদেহ। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরের ইসলামপুর পৌরসভার মধ্য দরিয়াবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। 

বৃহস্পতিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাহের (৩০), ওবায়দুর (৩৫) ও হাসান (৩১) ।

তারা সবাই পল্লী বিদ্যুতের ইসলামপুর জোনাল অফিসে কাজ করতেন।   

স্থানীয়রা জানায়, মূল বিদ্যুতের লাইন চালু রেখেই বিকেলে মধ্য দরিয়াবাদ এলাকায় নতুন করে বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটি স্থাপনের কাজ চলছিল। এ সময় খুঁটির আঘাতে পুরনো বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে নিচে শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলেই তাহের, ওবায়দুর ও হাসান নামে তিন শ্রমিক মারা যান। এতে আহত হন হেলাল, জুয়েল, মিঠুন, রুবেল ও শফিকুল নামে আরও পাঁচ শ্রমিক। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দুর্ঘটনার সময় পল্লী বিদ্যুতের ইসলামপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার ভজন কুমার বর্মন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।  

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।