ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৬ দিনে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
বরিশালে ৬ দিনে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১৩ মাদকবিরোধী অভিযানে আটকরা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিভাগের ৬ জেলায় ৬ দিনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১৩ জনকে গ্রেফতার করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ মে) বরিশাল রেঞ্জের অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বরিশাল রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ৬ দিনে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলায় অভিযান চালিয়ে মোট ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় অভিযানে ৩ হাজার ১০ পিস ইয়াবা, ১৪ কেজি ২৪৯ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও নগদ ৮২ হাজার টাকা, বিদেশি বিয়ার ২৩ ক্যান, ৩শ’ মিলিলিটার চোলাইমদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মোট ১৭১ মামলা রুজু করা হয়েছে।

গত ১৮ মে থেকে শুরু হওয়া বরিশালের ৬ জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।