ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
গাজীপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা এলাকায় ট্রেনের ধাক্কায় শেখ নুরুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে ওই এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ নুরুল ইসলাম উপজেলার তুমুলিয়া এলাকার শেখ সেকান্দার আলীর ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জহির আলী বাংলানিউজকে জানান, আড়িখোলা রেলস্টেশনের পাশে ঢাকা-নরসিংদী রেললাইন পার হচ্ছিলেন শেখ নুরুল ইসলাম। এ সময় তিতাস এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ২৪ মে, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।