ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াই লাখ ইয়াবা ফেলে পালালো ৪ পাচারকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১৮
আড়াই লাখ ইয়াবা ফেলে পালালো ৪ পাচারকারী জব্দ হওয়া ইয়াবার ট্যাবলেট। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে আড়াই লাখ পিস ইয়াবার ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চার পাচারকারী পালিয়ে গেছেন।

বুধবার (২৩ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের হাবিরছড়া ঘাট থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

পলাতক পাচারকারীরা হলেন- হাবিরছড়ার শাকের (২৫),আব্দুল মতলব (৩৭), রাজারছড়ার  আব্দুল গফুর (৪২) ও তুলাতলীর (৪) মো. বশর।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, পলাতক চার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মে ২৪, ২০১৮
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।