ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় থানার ছাদ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, মে ২৪, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় থানার ছাদ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু নিহত রাসেলে মিয়া। ছবি বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়ায়: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হওয়ার তিনদিন পর রাসেলে মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ মে) দিনগত রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাসেল পৌরসভার মধ্যপাড়ার রবি মিয়ার ছেলে।

তিনি পৌরসভার সিটি সেন্টারের একটি প্রাইভেট ব্যাংক বুথের নৈশ প্রহরী হিসেবে চাকরি করতেন।

রাসেলের বড় ভাই লিটন মিয়া বাংলানিউজকে তার মৃত্যুর খবর জানিয়েছেন।  

উল্লেখ, সোমবার (২১ মে) গভীররাতে সিটি সেন্টারের স্বপ্নলোক ফ্যাশন হাউজে চুরি হয়। এ ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। সেখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর জন্য থানা ভবনের তৃতীয় তলার ছাদ থেকে লাফ দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হলো।  

তবে রাসেলের পরিবারের অভিযোগ, পুলিশ তার ওপর অমানুষিক নির্যাতন চালায়। একপর্যায়ে নির্যাতন থেকে বাঁচার জন্য তিনি থানার ছাদ থেকে লাফিয়ে পড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad