ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় দু’দল মাদক বিক্রেতার ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, মে ২৪, ২০১৮
মাগুরায় দু’দল মাদক বিক্রেতার ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ 

মাগুরা: মাগুরায় দু’দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মে) ভোরে মাগুরা সদর থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

মাগুরার সহকারী পুলিশ সুপার মো. ছয়রুদ্দিন বাংলানিউজকে জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী হাউজিং প্রজেক্ট এলাকায় দু’দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। খবর পেয়ে সেখানে গেলে ঘটনাস্থল থেকে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পরে খবর নিয়ে জানা যায়, মরদেহের একজন মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের মাদক ব্যবসায়ী আইয়ুব হোসেন (৫০) অপরজন ভায়না টিটিডিসিপাড়ার মাদক বিক্রেতা মিজানুর রহমান কালু (৪৩)।  

মাগুরা সদর থানাসহ বিভিন্ন থানায় নিহত আইয়ুবের নামে ১৮টি এবং কালুর নামে ২১টি মাদকের মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, মে ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।