ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনার সেই আসামিকে গোয়ালঘর থেকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, মে ২৩, ২০১৮
বরগুনার সেই আসামিকে গোয়ালঘর থেকে গ্রেফতার

বরগুনা: বরগুনা জেলা দায়রা জজকোর্ট গারদের সামনে থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানো মেহেদি নামের সেই  আসামিকে আবার গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি এলাকার একটি গোয়াল ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বরগুনা জজকোর্টের গারদের সামনে থেকে পালিয়ে যায় সে।

পালিয়ে যাওয়া মেহেদি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের কালাইমুদাফাত গ্রামের আ. রাজ্জাক মিয়ার ছেলে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, আসামি পালিয়ে যাওয়ার পর থেকেই আমাদের পুলিশের টিম সতর্ক অবস্থানে থাকে। পরে রাতে মেহেদিকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময় : ০৫১৫ ঘন্টা, ২৪ মে, ২০১৮
এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।