ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বংশালে দগ্ধ ৪ জনের ১ জন মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৮
বংশালে দগ্ধ ৪ জনের ১ জন মারা গেছেন

ঢাকা: রাজধানীর বংশালের আগামাসি লেন মসজিদের পাশে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে রফিকুল ইসলাম (২৫) নামে একজন মারা গেছেন। 

বুধবার (২৩ মে) দিনগত রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রফিকুলসহ আরো তিনজন দগ্ধ হয়েছিলেন।

গত শুক্রবার (১৮ মে) দিনগত রাত ২টার দিকে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছিলো।  

বার্ন ইউনিটের চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান, রফিকুল ছাড়া দগ্ধ তিনজন হলেন ফারুক, নাইম ও মাহাফুজ মাহাবুব।

তিনি আরো জানান, নাইম ও মাহাফুজ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ওইদিনে চলে যায়। আর ফারুক ২৭ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এজেডএস/এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad