ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত জেলা জজ হলেন ৬৯ বিচারক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মে ২৩, ২০১৮
অতিরিক্ত জেলা জজ হলেন ৬৯ বিচারক

ঢাকা: যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের ৬৯ জন বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতির এ আদেশটি বুধবার (২৩ মে) প্রকাশ করা হয়। ১৬ মে স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতি দেয় আইন ও বিচার বিভাগ।

পদোন্নতির সঙ্গে জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে।

এছাড়া কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিনকে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতি দিয়ে আলাদা আরেকটি আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমআইএইচ/এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।