ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী লঞ্চঘাটে পা পিছলে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
কাঁঠালবাড়ী লঞ্চঘাটে পা পিছলে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

মাদারীপুর: লঞ্চ থেকে নেমে এক পন্টুন থেকে অন্য পন্টুনে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে শহিদুল ইসলাম (৫৫) নামে লঞ্চের এক যাত্রী নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে শিবচরের কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শহিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার পাইকের ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বুধবার রাতে শিমুলিয়া ঘাট থেকে সাগরপাড় নামে একটি লঞ্চে করে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের যাত্রীরা কাঁঠালবাড়ী ঘাটে এসে নামেন। লঞ্চ থেকে নামার পর শহিদুল ইসলাম পন্টুন থেকে অন্য পন্টুনে যাওয়ার সময় পা পিছলে দুই পন্টুনের মাঝ দিয়ে নদীতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা খোঁজাখুজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

শিবচর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মুর্তুজা ফকির বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘাটে এসে ডুবুরি দিয়ে উদ্ধার কাজ শুরু করি। কিন্তু রাত ১১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তখনো ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছিল বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, মে ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।