ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকের তথ্য পেতে লিফলেটে ওসির মোবাইল নম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ২৩, ২০১৮
মাদকের তথ্য পেতে লিফলেটে ওসির মোবাইল নম্বর কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে মাদক, বাল্যবিয়ে ও জঙ্গিবাদের বিরুদ্ধে চালানো হচ্ছে প্রচার-প্রচারণা। সেই সঙ্গে মাদকের বিরুদ্ধে পরিচালিত সাঁড়াশি অভিযানে তিনদিনে ২৩ জনকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

বুধবার (২৩ মে) বিকেলে কুড়িগ্রাম সদর থানায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব তথ্য জানান কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান।

মতবিনিময় সভায় ওসি মাহফুজার রহমান বলেন, পুলিশ সর্বদা সজাগ রয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে ঘটনাস্থলে।

মাদক নির্মূলে সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা একান্ত প্রয়োজন। এজন্য ইতোমধ্যে আমরা কুড়িগ্রাম সদর থানার ওসি ও ওসি তদন্তের মোবাইল নম্বর লিফলেট আকারে প্রকাশ করেছি।

মতবিনিময় সভায় কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রওশন আলীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad