ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাড়ে ২০ লাখ টাকাসহ ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ২৩, ২০১৮
সাড়ে ২০ লাখ টাকাসহ ভারতীয় নাগরিক আটক বাংলাদেশি টাকাসহ আটক ভারতীয় নাগরিক

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর চেকপোস্টে ২০ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকাসহ পঙ্কজ কুমার রায় নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৩ মে) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

জানা যায়, আটক ভারতীয় নাগিরক পঙ্কজ কুমার রায় দার্জিলিং জেলার প্রধাননগর এলাকার বাসিন্দা।

তিনি মানি এক্সচেঞ্জ নামে এক প্রতিষ্ঠানের মালিক।

বিজিবি সূত্রে জানা যায়, পঙ্কজ কুমার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর জিরো পয়েন্টে বিজিবি চেকপোস্টে চেকিংয়ের সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি চালায়। এসময় তার ব্যাগে এক বোতল মদ ও ২০ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়। পরে বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পঙ্কজ কুমার অবৈধভাবে বাংলাদেশি টাকা বহন করে ভারতীয় ইমিগ্রেশনের কাজ শেষে বাংলাদেশে প্রবেশ করে। আটক ব্যক্তিকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।