ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে ৫১ বস্তা পলিথিন জব্দ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
ঝালকাঠিতে ৫১ বস্তা পলিথিন জব্দ, জরিমানা পোড়ানো হচ্ছে জব্দ করা পলিথিন, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫১ বস্তা পলিথিন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৩ মে) বিকেলে উপজেলার কীর্ত্তিপাশা মোড় থেকে পলিথিনগুলো জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, রাজাপুর থেকে ভ্যানে করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৫১ বস্তা পলিথিন নিয়ে ঝালকাঠি পৌরশহরের দিকে যাচ্ছিলো ওসমান খান নামে এক ব্যবসায়ী।

এসময় ভ্যানটি কীর্ত্তিপাশা মোড়ে পৌছলে পলিথিনসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত ৩০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেন। এবং জব্দ করা পলিথিগুলো পার্শ্ববর্তী একটি বালুর মাঠে পোড়ানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।