ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নলছিটিতে ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ২৩, ২০১৮
নলছিটিতে ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ‘মেসার্স এ্যাংকর ব্রিকস’ নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জানান, উপজেলার দপদপিয়া ইউনিয়নের মেসার্স এ্যাংকর ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালানো হয়।

এসময় ওই ইটভাটার লাইসেন্স নবায়ন না থাকায় ইটভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।