ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৮
দিনাজপুরে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার ইফতার ও দোয়া মাহফিলে বসুন্ধরা এলপি গ্যাসের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ মে) সন্ধ্যায় শহরের হাউজিং মোড় এলাকার পর্যটন মোটেল হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড এর হেড অব ডিভিশন মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার মীর টি আই ফারুক।

 

প্রধান অতিথির বক্তব্যে ফারুক বলেন, রাষ্ট্রীয় নীতিমালা মেনে সবার জন্য নিরাপদ ও পরিবেশ বান্ধব ব্যবসা পরিচালনা করতে হবে। অসাধু লোভাতুর চক্র যেন ব্যবসায়ীদের প্রতারিত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। যারা দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপের সঙ্গে ব্যবসা করছেন তারা শুধু ব্যবসা নয়, সবার সঙ্গে সুদৃঢ় সম্পর্ক স্থাপনে বসুন্ধরা বদ্ধ পরিকর। আর যে কারণে আজ বসুন্ধরা এলপি গ্যাস একটি বিশাল পরিবার। সবার সহযোগীতা ও ভালোবাসার কারণে দেশে আজ বসুন্ধরা এলপি গ্যাস এক নম্বর ব্র্যান্ড।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad