ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে চিংড়ির রেণুসহ পাচারকারী আটক, ১৪ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
বরিশালে চিংড়ির রেণুসহ পাচারকারী আটক, ১৪ জনকে জরিমানা ড্রামভর্তি রেণু। ছবি: বাংলনিউজ

বরিশাল: বরিশাল সদর উপজেলার নেহালগঞ্জ ফেরিঘাট থেকে এক লাখ ৮০ হাজার গলদা চিংড়ির রেণু ও পোনাসহ ১৪ জনকে আটকের পর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ মে) দুপুরে তাদের বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড দেওয়া হয়।

বুধবার সকালে নেহালগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় ট্রলার থেকে ড্রামভর্তি রেণু ট্রাকে তোলার সময় স্থানীয়রা বন্দর থানা পুলিশকে খবর দেয়।

 

পরে পুলিশ এসে রেণু-পোনাসহ ৩৫টি ড্রাম জব্দ এবং পোনা পাচারের সঙ্গে জড়িত ১৪ জনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, আটক ১৪ জনকে দুই হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরে রেণুগুলো অবমুক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৮ 
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।