ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ২৩, ২০১৮
না’গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচতলা থেকে পড়ে সেলিম মিয়া (৩০) নামের এক শ্রমিমের মৃত্যু হয়েছে।

সেলিম চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়েন্দ্রীপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।

বুধবার (২৩ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার মসজিদ গলির মফিজউদ্দিন মজুর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, মজিফজউদ্দিন মজুর নির্মাণাধীন পাঁচতলা বাড়িতে নির্মাণ কাজ করছিলেন সেলিম। এ সময় আকস্মিকভাবে সেলিম বিদ্যুতস্পৃষ্ট হয়ে পাঁচতলা থেকে নিচে পড়ে যান। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই দিলীপ কুমার বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।