ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শীতলক্ষ্যার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ডকইয়ার্ডকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
শীতলক্ষ্যার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ডকইয়ার্ডকে জরিমানা

নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যার পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটি নারায়ণগঞ্জ নদীবন্দর।

বুধবার (২৩ মে) দুপুরে অভিযানের সময় একটি ডকইয়ার্ডের মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা, একজন ইট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দকৃত ইট ও বালু এক লাখ ২৬ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।

 

বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।  

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক পারভেজ, শাহআলম, রেজাউল করিম রেজা প্রমুখ।  

অভিযানে একটি জাহাজ, একটি এক্সাভেটর, একটি টাগবোট, বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও উচ্ছেদকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জলাশয় আইনকে ভঙ্গ করে ধলেশ্বরী নদীর নারায়ণগঞ্জ সদর উপজেলার কাঠপট্টি খেয়াঘাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে দু’টি ডকইয়ার্ড গড়ে তোলায় আলী আহাম্মদ বেপারি নামের এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা এবং ২ মাসের মধ্যে ভরাটকৃত অংশ সরিয়ে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময় বেঁধে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ পরিচালক মো. শহীদুল্লাহ জানান, দু’দিনব্যাপী পরিচালিত অভিযানে দু’টি ডকইয়ার্ডের মালিকপক্ষকে জরিমানা ছাড়াও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলকৃত অংশ অবমুক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad