ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘নদী দখলকারীরা এ যুগের রাজাকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মে ২৩, ২০১৮
‘নদী দখলকারীরা এ যুগের রাজাকার’ বক্তব্য রাখছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান/ ছবি-ডি এইচ বাদল

ঢাকা: নদী দখল ও দূষণকারীদের এ যুগের ‘রাজাকার’ মন্তব্য করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সময় এসেছে দখলবাজদের প্রতিহত করার। এজন্য সবাইকে এক হতে হবে। মনে রাখতে হবে, নদী দখলের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি।

২৩ মে (বুধবার) নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ভাসমান সভায় এ মন্তব্য করেন মন্ত্রী। সভার আয়োজন করে ‘নোঙর’ নামে স্থানীয় একটি সংগঠন।

শাজাহান খান বলেন, ১৯৭১ সালে এদেশের মুক্তিকামী মানুষকে রাজাকাররা হত্যা করেছিল। আজ নব্য রাজাকাররা একইভাবে নদী দখল ও নদী দূষণে লিপ্ত রয়েছে। তিনি নদী দূষণকারীদের উদ্দেশে বলেন, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের জন্য শিগগিরই আইন তৈরি হচ্ছে। যেখানে জেল-জরিমানার বিধান রাখা হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের একক প্রচেষ্টায় নৌ-দুর্ঘটনা অনেক কমেছে। গত তিন বছরে একটিও দুর্ঘটনা ঘটেনি। বিএনপি শাসনামলে নৌ-নিরাপত্তা না থাকায় দুর্ঘটনাও ঘটেছিলো বেশি। ওই সময় একজনের (তারেক রহমান) নির্দেশে জাহাজ-কার্গো চলতো। এখন আইনের মাধ্যমে চলে, বিভিন্ন সংস্থা নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, এখন কোনো জাহাজ তৈরি করতে হলে তার নকশা আগে দেখাতে হয়। পরে যাচাই করে দেখা হয় সেটি টেকসই হবে কিনা, তারপর অনুমোদন দেওয়া হয়।  

দখলকৃত নদী উদ্ধারে অভিযান নিয়মিত চলছে জানিয়ে নৌ-মন্ত্রী বলেন, দখল হয়ে যাওয়া নদীর মধ্যে দেড় হাজার কিলোমিটার নদী এরইমধ্যে উদ্ধার করা হয়েছে।

নৌ-মন্ত্রী বলেন, নদী খননের জন্য প্রথম বঙ্গবন্ধু উদ্যোগ নেন। তিনি ৭টি ড্রেজার মেশিন কেনেন। পরবর্তী সরকারগুলো কোনো ড্রেজার মেশিন কেনেনি। তাদের কোনো উদ্যোগ ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় এসে ২৫টি ড্রেজার মেশিন কেনেন। এখন নদী খননের কাজ চলমান রয়েছে।

নৌ-পরিবহন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আরিফ হোসেন বলেন, নৌ-পথে দুর্ঘটনা এড়াতে আমরা নৌ-সপ্তাহ পালন করছি। তদারকি করা হচ্ছে, পুরাতন জাহাজের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। নতুন জাহাজ নির্মাণের আগেই নকশা করে অনুমতি নেওয়া হচ্ছে। নতুন নতুন কর্মসূচির কারণেই দুর্ঘটনা কমছে।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, ক্যাপ্টেন আব্দুল্লাহ মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মে ২৩, ২০০৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।