ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬ দফা দাবিতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন  

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
৬ দফা দাবিতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন   মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কারের নামে দেশে অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ।

বুধবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।  

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল মামুনসহ নেতাকর্মীরা।

মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদেরর দাবিগুলো হল- জামায়াত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী ব্যক্তি ও দলের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ রাখতে হবে, কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে দেশে অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধীদের মধ্যে যারা সরকারি চাকরিতে বহাল থেকে দেশের উন্নয়ন ব্যহত করছে ও সরকারবিরোধী নানা চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, যুদ্ধাপরাধীদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে, ২০১৩,২০১৪ ও ২০১৫ সালে যারা পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা, ছাত্র, যুবক, শিশু, নারীসহ অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং আগুন সন্ত্রাস সৃষ্টি করে বেসরকারি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং  মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুন্নকারী এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘হলোকাষ্ট বা জেনোসাইড ডিনায়ের ল’ এর আদলে আইন প্রণয়ন করে বিচারের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।