ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেলো মা-মেয়ে-নাতনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ২৩, ২০১৮
মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেলো মা-মেয়ে-নাতনির ম্যাপ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে এক আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা, মেয়ে আর নাতনি।

বুধবার (২৩ মে) দুপুরে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার জয়নগর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে একামনি এবং একামনির মেয়ে মাইশা (৩)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে ব্যাটারি চালিত ইজিবাইকে করে ছেলে-মেয়ে ও নাতনিকে নিয়ে পাশের পারুলিয়া গ্রামে যাচ্ছিলেন সেলিনা। পথে মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ইজিবাইককে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিনার মৃত্যু হয়। এসময় আহত হন তার মেয়ে একামনি, নাতনি মাইশা, ছেলে বাপ্পি ও ইজিবাইকচালক কামরুল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একামনি ও তার মেয়ে মাইশার মৃত্যু হয়। আহত বাপ্পি ও কামরুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।