ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে ১২ ব্যবসায়ীকে ৭৬ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মে ২৩, ২০১৮
গোপালগঞ্জে ১২ ব্যবসায়ীকে ৭৬ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ১২ ব্যবসায়ীকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৩ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।  

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজানের পবিত্রতা রক্ষায় ও দ্রব্যমূল্য ঠিক রাখতে জেলা শহরের বড় বাজারে অভিযান চালিয়ে মাংসের দোকান, সবজি ও মাছের দোকান এবং বিভিন্ন পাইকারি দোকানগুলোতে নোংড়া পরিবেশ, পণ্যর মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ১২ ব্যবসায়ীকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।

   

অভিযানকালে ভোক্তা অধিকার সংগঠনের অতিরিক্ত পরিচালক শামীম হাসান ও জেলা মার্কেটিং অফিসার মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।