ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টংগীবাড়িতে ৫ মাদকসেবীর ৬ মাস কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
টংগীবাড়িতে ৫ মাদকসেবীর ৬ মাস কারাদণ্ড

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টংগীবাড়িতে পাঁচ মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ মে) দুপুরে টংগীবাড়ির সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবিরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আটকান্দার মৃত আব্দুল মজিদ বেপারীর ছেলে মো. মান্নান বেপারী (৩৫), মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটির নুরুদ্দিন বেপারীর ছেলে অনিক বেপারী (৩০), কুমিল্লার লাকসামের রিয়াজুল হকের ছেলে হুমায়ুন কবির (৩০), মুন্সীগঞ্জের সদর উপজেলার শিলইয়ের মফিজুল মালের ছেলে শাকিল (২৫) ও একই এলাকার আব্দুল হক মাঝির ছেলে সাইফুল (৩০)।

টংগীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে বলেন, আটকরা সবাই মাদকসেবী। তাদের টংগিবাড়ির দিঘীরপাড় থেকে আটক করা হয়। পরে ভাম্যমাণ আদালত পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।