ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
ফেনীতে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক র‌্যাবের হাতে ইয়াবাসহ হাসান আহমেদ ও মনির হোসেন আটক। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ হাসান আহমেদ (২৭) ও মনির হোসেন (৩২) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৩ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে একটি ট্রাকসহ তাদের আটক করা হয়।

র‌্যাব জানায় গোপন সংবাদের জানা যায় কয়েকজন মাদক বিক্রেতা কক্সবাজার থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহিপালের অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক এর গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা মিনি ট্রাকটিকে থামিয়ে আসামি হাসান ও মনিরকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৪-৭৩০০) তল্লাশি করে ট্রাক এর ভেতরে লুকানো অবস্থায় ১১ হাজার ৬শ’৩০ পিস ইয়াবার ট্যাবলেটসহ ওই ট্রাকটি জব্দ করে।

র‌্যাব-০৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জব্দ হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৫৮ লাখ ১৫ হাজার টাকা ও জব্দ হওয়া ট্রাকের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।

আটক হাসান ঢাকার ধামরাইয়ের রুপনগরের মৃত মোমনিরের ছেলে ও মনির ধামরাইয়ের কাইজারকুন্ড এলাকার শামছুমিয়ার ছেলে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।