ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পত্নীতলায় অজ্ঞানপার্টির ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
পত্নীতলায় অজ্ঞানপার্টির ২ সদস্য আটক আটক অজ্ঞানপার্টি চক্রের দুই সদস্য

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় মো. সুমন (৪৫) ও শাকিল হোসেন (২৬) নামে অজ্ঞানপার্টির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৩ মে) সকালে উপজেলার আমাইর ইউনিয়নের গনকাহার মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক সুমন খুলনা জেলার মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে ও শাকিল জয়পুরহাট জেলার ইসমাইল হোসেনের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সুমন ও শাকিল ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা করে পত্নীতলা উপজেলার খিরসীন মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে ওই অটোরিকশায় থাকা আরেক যাত্রী মুকুল হোসেনকে (৩৮) জুস খাওয়ায় তারা। জুস খাওয়ার পর মুকুল হোসেনের মাথা ঘুরতে লাগলে তিনি আশেপাশের লোকজনকে ডাকেন। এসময় ওই দু’জনকে আটক করা হয়।  

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু’জন অজ্ঞানপার্টির সদস্য বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন এবং অচেতন করার কিছু ওষধ জব্দ করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।