ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
সাভারে ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আব্দুর জলিলের মরদেহ, ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের পার্বতীনগরে নির্মাণাধীন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দশতলা ভবনের ছাদ থেকে পড়ে আব্দুর জলিল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আব্দুর সামসুউদ্দিনের ছেলে।

তিনি সাভারে দীর্ঘদিন ধরে থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, নির্মাণ কাজ করার সময় বেল্ট ছিড়ে নিচে পড়ে যায় জলিল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ও নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলার নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান জানান, ভবনটি পৌরসভার অধীনে। তাই পৌরসভা প্রকৌশলী পরিদর্শন ও তদন্ত করে ব্যবস্থা নেবেন।

পৌরসভার প্রকৌশলী শরিফুল ইমাম জানান, বহুতল ভবন নির্মাণে নিরাপত্তা বেষ্টনীসহ কাজ করার ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার নিয়ম আছে। ঘটনাটি তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।