ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বানিয়াচংয়ে ধান মাড়াই মেশিনের আঘাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, মে ২৩, ২০১৮
বানিয়াচংয়ে ধান মাড়াই মেশিনের আঘাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে ধান মাড়াইয়ের মেশিনের আঘাতে ধানু দাস (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ মে) বেলা ১২টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ধানু দাস উপজেলার মশাকালি গ্রামের বাসিন্দা।

সদর হাসপাতালে দায়িত্বরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, সকালে মশাকালি গ্রামে মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াই করছিলেন কৃষক ধানু দাস। এসময় চলমান মেশিনের একটি ব্যাল্ট ছুটে এসে তার মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ২৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad