ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হালকা বৃষ্টিতেই হাঁটুপানি, মিরপুরবাসীর দুর্ভোগ কমবে?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মে ২৩, ২০১৮
হালকা বৃষ্টিতেই হাঁটুপানি, মিরপুরবাসীর দুর্ভোগ কমবে? জলাবদ্ধতা ও যানজট, এ যেন মিরপুরবাসীর ‘ললাটের লিখন’। ছবি: বাংলানিউজ

ঢাকা: ভারী বর্ষণ তো বিপদই, হালকা বৃষ্টি হলেও কপালে ভাঁজ পড়ে রাজধানীর মিরপুরের বাসিন্দাদের। বিশেষ করে কাজীপাড়া-শেওড়াপাড়ার বাসিন্দাদের মনেই করতে হয়, স্বল্প বৃষ্টি হলেও জুতো খুলে কাপড় হাঁটু পরিমাণ ভাঁজ করেই রাস্তায় নামতে হবে।

বুধবার (২৩ মে) সকালের বর্ষণের পরও একই দুর্ভোগের চিত্র দেখা গেলো এই এলাকায়। ঘর থেকে বেরিয়েই সড়কে দেখা গেলো ‘কপালে লেখা’ যানজট ও ভোগান্তি।

শেওড়াপাড়ার বাইতুশ শাকুর মসজিদের অাশেপাশের বাসাগুলোতেও পানি ঢুকে গেছে। পুরো অলি-গলিতে থৈ থৈ করছে পানি। এ মসজিদ থেকে বৌ বাজার ৬০ ফিট পাকা মসজিদ এলাকা, শাপলা সরণি থেকে একেবারে মিরপুর ১০ নম্বর চত্বর পর্যন্ত রাস্তা পানির নিচে।

অাল হেলাল হাসপাতালের সামনে তো একেবারে কোমর সমান পানিই দেখা গেলো। এই হাসপাতালের চিকিৎসক ডা. রাহুল মিত্র বাংলানিউজকে বলেন, ‘বৃষ্টি হলে রাস্তায় বের হতে পারি না। অাবার কষ্ট করে রাস্তায় বের হলে বাস পাই না। আমাদের দুর্ভোগ কবে কমবে?’

অাবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বর্ষণ থেমে গেলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। দুপুর পর্যন্ত লেগেইছিল যানজট। বিশেষ করে জলাবদ্ধতার কারণে কিছু গাড়ি বিকল হয়ে পড়ায় কোনও কোনও জায়গায় চরম ভোগান্তির পরিস্থিতি দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এমঅাইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ