ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধারপরাধ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
যুদ্ধারপরাধ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা মধু মিয়া তালুকদার। ফাইল ফটো

হবিগঞ্জ: যুদ্ধাপরাধ মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা মধু মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ মে) বেলা সাড়ে ১২টায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এর আগে মঙ্গলবার (২২ মে) দিনগত রাতে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশের ওসি মো. শাহ আলম।

ওসি মাহমুবুর রহমান জানান, মধু মিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।