ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে আবুল কালাম আরো ২ বছর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে আবুল কালাম আরো ২ বছর

ঢাকা: কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োজিত কর্মকর্তা এস এম আবুল কালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বৃদ্ধি করেছে সরকার।

মঙ্গলবার (২২ মে) স্বাক্ষরিত ও বুধবার প্রকাশিত আদেশে বলা হয়েছে, পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২০ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।

২০১৬ সালের ১৩ এপ্রিল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এস এম আবুল কালামকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় সরকার।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালক ছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সদস্য ছিলেন আবুল কালাম।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।