ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মা’কে দেখাতে কাশিমপুর কারাফটকে তাজিনের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, মে ২৩, ২০১৮
মা’কে দেখাতে কাশিমপুর কারাফটকে তাজিনের মরদেহ কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার ফটক/ছবি: বাংলানিউজ

গাজীপুর: শেষবারের মতো মা’কে দেখাতে অভিনেত্রী তাজিন আহমেদের মরদেহ নেওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার ফটকে।

বুধবার (২৩ মে) সকালে অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাফটকে নেওয়া হয়। এসময় তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার উম্মে সালমা বাংলানিউজকে জানান, অভিনেত্রী তাজিনের মা চেক ডিজঅনার মামলায় প্রায় ২ বছর ধরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় করাগারে বন্দি রয়েছেন। তাই শেষবারের মতো মা’কে দেখাতে তাজিনের মরদেহ কারা ফটকে আনা হয়। পরে তাজিনের মা’কে কারাগারের ভেতর থেকে কারা ফটকে এনে মেয়ের মরদেহ দেখানো হয়। কিছু সময় পরেই আবার তাজিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।  

**বাদ জোহর তাজিনের জানাজা, বনানী কবরস্থানে দাফন

মঙ্গলবার (২২ মে) বিকেলে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ।  

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।