ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত নিহত আতাবুল। ছবি বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ আকতাবুল ওরফে আতাবুল নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।  

বুধবার (২৩ মে) ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার ভাতারমারী ইক্ষু ফার্ম এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত আতাবুল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পড়ুয়া গ্রামের ভেলসা মোহাম্মদের ছেলে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আতাবুলকে আটক করে। পরে বুধবার ভোর ৪টার দিকে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। তারা পীরগঞ্জ উপজেলার ভাতারমারী ইক্ষু ফার্ম এলাকায় পৌঁছুলে অন্য মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আতাবুল নিহত হন। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান আহত হন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।  

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।