ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, মে ২৩, ২০১৮
জামালপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

জামালপুর: জামালপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তবে নিহতের নামপরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন জামালপুর সদর থানার ওসিসহ তিন পুলিশ সদস্য। 

বুধবার (২৩ মে) ভোরে জামালপুর শহরতলীর ছনকান্দা মাদ্রাসার বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নাসিমুল ইসলাম বাংলানিউজকে জানান, 
একদল মাদক বিক্রেতা মাদক বেচাকেনা করছে এমন খবর পেয়ে ভোরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য কনরে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক বিক্রেতার নিহত হন। অন্য মাদক বিক্রেতারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক হাজার পিচ ইয়াবা, একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।  

তবে নিহত মাদক বিক্রেতার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ মো. নাসিমুল ইসলামসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।