ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে বন্দুকযুদ্ধে চট্টগ্রামের মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ২২, ২০১৮
ফেনীতে বন্দুকযুদ্ধে চট্টগ্রামের মাদক ব্যবসায়ী নিহত

ফেনী: ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ফারুক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২২ মে) দিনগত রাত ১১টার দিকে ফেনী শহরতলীর কালিপাল এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদপুল এলাকায় টহল বসায়। এসময় মাদক ব্যবসায়ী ফারুক কালিপাল দিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে ফারুকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় একটি প্রাইভেটকার, ২২ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ানশ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ৫টি খালি খোসা উদ্ধার করে র‌্যাব।

ফারুকের বিরুদ্ধে মাদকসহ অসংখ্য মামলা বিভিন্ন থানায় রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।  

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, মে ২৩, ২০১৮ 
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।