ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘খাবারে ভেজাল মেশানো বড় পাপ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ২২, ২০১৮
‘খাবারে ভেজাল মেশানো বড় পাপ’ আলোচনা সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

সিলেট: খাবারে ভেজাল মেশানো বড় পাপ বলে মন্তব্য করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মাৎ নাজমানারা খানুম।

মঙ্গলবার (২২ মে) বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিএসটিআই সিলেট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় কমিশনার সঠিক পরিমাপ রক্ষার্থে সব ব্যবসায়ীদের বিএসটিআই’র নিয়ম অনুসরণ এবং পণ্যের উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখের ব্যাপারে জনগণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

‘আন্তর্জাতিক পদ্ধতির একক সমূহের ক্রমবিবর্তন’ স্লোগানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান খান।

বিএসটিআই সিলেট আঞ্চলিক অফিস প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, ক্যাব সিলেটের সভাপতি জামিল চৌধুরী, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম মো. জসিম উদ্দিন, বনফুল অ্যান্ড কোম্পানির ডিজিএম মো. আব্দুল হক, সাংবাদিক-কলামিস্ট মো. আফতাব চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ২২, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।