ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাশিয়ানীতে ৩ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মে ২২, ২০১৮
কাশিয়ানীতে ৩ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ মে) দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মাঈন উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, রামজানের পবিত্রতা রক্ষা ও ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় উপজেলার রামদিয়া বাজারে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে পলাশ বেকারিকে ৮০ হাজার, সামাদ শেখকে ৫ হাজার এবং কোহিনুর হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলায় রমজান মাস জুড়ে নিয়মিত ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ২২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।