ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালের জেল খাল উদ্ধারে আবারও উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ২২, ২০১৮
বরিশালের জেল খাল উদ্ধারে আবারও উদ্যোগ সভায় জেলা প্রশাসক হাবিবুর রহমান। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের ঐতিহ্যবাহী জেল খাল উদ্ধারের উদ্যোগ নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। 

মঙ্গলবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ঐতিহ্যবাহী জেল খাল উদ্ধারে সাবেক জেলা প্রশাসক কর্তৃক গৃহীত অসমাপ্ত পদক্ষেপ ও উদ্যোগসমূহ যা সর্বমহলে প্রশংসিত হয়েছিল তা সমাপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশনসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা চান জেলা প্রশাসক।  

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান, এনজিও কর্মকর্তারা, সিটি করপোরেশন কাউন্সিলর ও সাংবাদিকরা।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ২২, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।