ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় বনদস্যু বাহিনীর ৫৪ জনের আত্মসমর্পণ বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ২২, ২০১৮
খুলনায় বনদস্যু বাহিনীর ৫৪ জনের আত্মসমর্পণ বুধবার

খুলনা: সুন্দরবনের কুখ্যাত জলদস্যু, বনদস্যু ও ডাকাত বাহিনীর প্রধানসহ ছয়টি বাহিনীর ৫৪ জন সদস্য র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে  আত্মসমর্পণ করবেন বুধবার (২৩ মে)।

আত্মসমর্পণ করতে রাজি হওয়া বাহিনীগুলো হলো- রাজন ওরফে দাদা ভাই, আমিরুল, হান্নান, সূর্য্য, ছোট শামসু ও মুন্না বাহিনী। তারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করবেন।

র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর লবণচরায় র‌্যাব-৬ খুলনার কার্যালয়ে আত্মসমর্পণের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

এসময় উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

এর আগে আত্মসমর্পণকারী বনদস্যুদের ৫৮ জনের প্রত্যেককে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লাখ টাকার চেক অনুদান হিসেবে দেওয়অ হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ২২, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।