ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে হেরোইনসহ ৩ নারী মাদক বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মে ২২, ২০১৮
ঈশ্বরদীতে হেরোইনসহ ৩ নারী মাদক বিক্রেতা আটক

পাবনা: পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ তিন নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন মহল্লা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন- ঈশ্বরদী পৌর এলাকার নুরমহল্লা এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী রূপালী বেগম (৩৩), ফতেহমোহাম্মদপুর এলাকার মানিক হোসেনের স্ত্রী শেফালী বেগম (৪৫) এবং পিয়ারাখালী এলাকার আব্দুল মজিদের স্ত্রী রাবেয়া খাতুন রাবী (৪০)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা জেল থেকে জামিনে মুক্ত পাওয়ার পর আবারও মাদক বিক্রি শুরু করে।

তিনি বলেন, মঙ্গলবার পুলিশের একটি চৌকস দল ঈশ্বরদীর নুরমহল্লা, ফতেহমোহাম্মদপুর নিউকলোনি ও পিয়ারাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, আটক আসামিদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে মামলা নথিভুক্ত করে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।