ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুকসুদপুরে প্রক্সি দিতে গিয়ে যুবক শ্রীঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মে ২২, ২০১৮
মুকসুদপুরে প্রক্সি দিতে গিয়ে যুবক শ্রীঘরে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে স্নাতক (ডিগ্রি পাস ১ম বর্ষ) পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে জয়দেব শিকদার (২২) নামে এক যুবক এখন শ্রীঘরে। ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছে।

মঙ্গলবার (২২ মে) দুপুরে মুকসুদপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন শাহিন এ সাজা দেন।

মুকসুদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে মুকসুদপুর কেন্দ্রে স্নাতক পর্যায়ে (ডিগ্রি পাস ১ম বর্ষ) সামাজিক বিজ্ঞান পরীক্ষায় মুকসুদপুর উপজেলার ইন্দুহাটি গ্রামের গুরুপদ শিকদারের ছেলে রবিন শিকদারের পরিবর্তে একই গ্রামের সুকুমার শিকদারের ছেলে জয়দেব শিকদার পরীক্ষায় অংশগ্রহণ করে।

বিষয়টি দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন শাহিন তাকে চ্যালেঞ্জ করলে আসল তথ্য বেরিয়ে আসে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত জয়দের শিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ২২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।